logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

রশিদ খান নেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে

মঙ্গলবার, ২ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের দলে আফগান লেগ স্পিনার রশিদ খান থাকলেও খেলা হচ্ছে না প্রথম ম্যাচে।

রশিদের আঙ্গুলে পাওয়া চোট থেকে এখনও সেরে উঠতে না পারায় প্রথম টেস্টে খেলা হচ্ছে না বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সোমবার ক্রিকইনফো জানিয়েছে, রশিদ খানের ডান হাতের মধ্যমা আঙ্গুলে চিড় ধরায় প্রথম টেস্টে খেলা হচ্ছে না।

যদিও আফগান ক্রিকেট বোর্ড এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। দেশটির ক্রিকেট বোর্ড গত বৃহস্পতিবার জানায় রোববার রশিদের ব্যাপারে জানাবে। তবে সেটা এখনও জানায়নি।

রশিদের চোট অবশ্য জাতীয় দলের অনুশীলন করতে গিয়ে নয়। পাকিস্তান সুপার লিগে খেলার সময় ক্রিস গেইলের একটি শট বাঁচাতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান।

আগামী ১০ মার্চ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রশিদ খানের পুনর্বাসন প্রক্রিয়া চলবে ৪ মার্চ পর্যন্ত। টেস্ট ছাড়াও রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচও।

এমআর/

RTV Drama
RTVPLUS