• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিদের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৮:১৫
হোসে মারিয়া বার্তোমেউ

ইংরেজি দৈনিক ‘দ্যা মিরর’ জানিয়েছে গ্রেপ্তার হয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ, প্রধান নির্বাহী অস্কার গ্রাউ এবং প্রধান আইনজীবী রোম্যান গোমেজ পন্তি।

২০১৭ সালের আলোচিত ‘বার্সাগেট’ কেলেঙ্কারি তদন্ত এগিয়ে নিতেই পুলিশ জিম্মায় নেয়া হয়েছে তাদের।

আরও পড়ুন : ১৮ ঘণ্টায় ২৫ কি.মি. রাস্তা নির্মাণ করে বিশ্বরেকর্ড

২০২০ সালে ‘বার্সাগেট’ দুর্নীতি, লিওনেল মেসির সঙ্গে বনিবনা বিষয়ক বেশ কিছু বিতর্কের জন্যে পদত্যাগ করে বার্তোমেউ এবং তার পরিচালনা পর্ষদ।

২০১৭ সালের ওই অভিযোগের কারণ ছিল, ক্যাম্প ন্যুতে আধিপত্য বিস্তার, নিজের ভাবমূর্তি উজ্জ্বল এবং কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার নামে কুৎসা রটানোর জন্য ‘আইথ্রি’ নামের একটি গণমাধ্যমকে অর্থ দেয়া।

আরও পড়ুন : হুথিদের নিয়ন্ত্রণ করছে ইরানের বিপ্লবী গার্ড

গেল ফেব্রুয়ারিতে কাতালান সংবাদ মাধ্যম ‘কে থি জোগাস’ ‘আই থ্রি’ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই বার্তোমেউসহ তার পরিচালনা পর্ষদ নিয়ে জলগোলা শুরু হয়। তাই শেষ পর্যন্ত বার্সার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তারই হয়ে হয়েছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
X
Fresh