• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিকা নিলেন জাতীয় ফুটবল দলের কোচ

আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৫:৩৬
bangladesh football federation, kazi salahuddin, ‍jamie day paul smoly, rtv online
ছবি- বাফুফে

করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফে থাকা তিনজন ব্রিটিশ নাগরিক।

সোমবার প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি টিকা নিয়েছেন।

এদিন দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপস্থিত হয়ে টিকা নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডা. মো. আলী ইমরান।

ফেব্রুয়ারিতে টিকা দান কার্যক্রম শুরুর পর পরই স্ত্রীসহ টিকা নেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। অন্যদিকে কয়েকদিন আগেই পরিবারসহ টিকাগ্রহণ করেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এদিকে টিকা দান নিশ্চিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাত শতাধিক ফুটবলারের তালিকা দিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ফুটবলারদের টিকা দেয়া হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
X
Fresh