• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিচ ইস্যুতে ভারতের পক্ষ নিলেন ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১৪:২৪
viv richard  kohli
ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ভিভ রিচার্ড

ইংল্যান্ডের বিপক্ষে ‘বাজে’ পিচ তৈরির অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়েছে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস মনে করেন এসব পাত্তা না দিয়ে চতুর্থ ম্যাচেও একই রকম পিচ বানানো উচিৎ স্বাগতিকদের।

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের পিচ নিয়ে যে রকম সমালোচনা চলছে, তাতে অবাক করেছে রিচার্ডসকে। নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘সম্প্রতি ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজ নিয়ে আমাকে বিস্তর প্রশ্ন করা হয়, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট নিয়ে। পিচ নিয়ে চারিদিকে যেরকম কান্নাকাটি, হাহাকার চোখে পড়ছে, তাতে আমি একটু বিভ্রান্ত। যারা কান্নাকাটি করছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, একটা সময় আপনদের সিমিং পিচে খেলতে হয়। বল গুডলেনথ স্পট থেকে হঠাৎ লাফিয়ে ওঠে। তখন মনে করা হয় এটা ব্যাটসম্যানদের সমস্যা। ব্যাটসম্যানরা কখনও কখনও এটার সঙ্গে মানিয়েও নেন। তবে এখন আপনারা অন্য দিকটা দেখতে পাচ্ছেন। যে কারণেই এটাকে টেস্ট ম্যাচ বলা হয়। কেননা, এটা সবরকমভাবে পরীক্ষা নিয়ে থাকে।’

ইংল্যান্ডের উচিত কান্নাকাটি না করে স্পিন বোলিংয়ের মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করা। কারণ পেস বোলিংয়ের মতো স্পিন বোলিংও ক্রিকেটের অংশ। তাই খেলাটাকে টেস্ট ক্রিকেট বলা হয়। আর ভারতে খেলতে আসলেই স্পিনিং ট্র্যাক নিয়ে কান্না উচিত নয় বলেই দাবি ক্যারিবিয়ান তারকার।

‘পিচে বিস্তর বল ঘুরছে বলে অভিযোগ উঠছে। তবে এটা পয়সার অন্য পিঠ। লোকে হয়ত ভুলে গিয়েছে যে ভারতের মাটিতে টেস্ট খেলা হচ্ছে। ভারতের খেলা হলে এমন পিচ প্রত্যাশিত। আপনি ভারতে খেলতে যাচ্ছেন মানে স্পিনিং ল্যান্ডে আপনার পরীক্ষা নেয়া হবে। আপনার উচিত এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়া।’

আগামী চার মার্চ থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের আগে ইংলিশদের জন্য উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

ভিভ বলেন, ‘ইংল্যান্ড চতুর্থ টেস্টে কীভাবে পালটা লড়াই চালায়, সেটা দেখার। যদি আমি ভারতে থাকতাম এবং পিচ তৈরিতে আমার ভূমিকা থাকত, তবে আমি হুবহু একই রকমের পিচ তৈরি করতাম। ইংল্যান্ড এতদিন স্বস্তি জনক জায়গায় ছিল। ভারত তাদের সেই জায়গা থেকে টেনে বার করেছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh