• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একনজরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ৬ দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ১১:০৯
road safety world series, BANGLADESH LEGENDS, RTV ONLINE
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিচ্ছে ৬ দলের সাবেক ক্রিকেটাররা

আসন্ন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দেখা যাবে ক্রিকেটের সব পরিচিত মুখকে। নিরাপদ সড়কের দাবিতে ভারতের মাঠে নামবেন ছয় দেশের হয়ে খেলা সাবেক খেলোয়াড়রা। অংশ নিচ্ছে বাংলাদেশ দলও।

আগামী ৫ মার্চ ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২২ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এই ক্রিকেট যজ্ঞ। সবগুলো ম্যাচ হবে একই ভেন্যুতে।

এরই মধ্যে ভারতে অবস্থান করছে মোহাম্মদ রফিক-আফতাব আহমেদরা। প্রথম ম্যাচেই স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস।

শচিন টেন্ডুলকার নেতৃত্বাধীন ভারতের হয়ে দেখা যাবে সম্প্রতি পেশাদার ক্রিকেটকে বিদায় জানানো ইউসুফ পাঠান ও বিনয় কুমারকে। কয়েকদিন আগেই অবসরের ঘোষণা দেয়া উপল থারাঙ্গা খেলবেন শ্রীলঙ্কার জার্সিতে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন তিলকরত্নে দিলশান। মাঠে নামবেন সনৎ জয়াসুরিয়াও।

এদিকে ব্যাট হাতে আবারও দেখা যাবে কেভিন পিটারসেনকে। ইংল্যান্ড লিজেন্ডসের হাল ধরছেন তিনি। জন্টি রোডসের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন মাখায়া এনটিনি-জাস্টিন কেম্পরা। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের হয়ে দেখা যাবে ব্রায়ান লারা-কার্ল হুপারদের মতো তারকারা।

অন্যদিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিদ্ধ করছেন খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর বেলিম, মেহেরাব হোসেন অপি, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাকরা।

দেখে নিন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ৬ দলের স্কোয়াড

ইন্ডিয়া লিজেন্ডস

শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

ইংল্যান্ড লিজেন্ডস

কেভিন পিটারসেন, ওয়েস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসর, নিক ক্রম্পটন, কবিল আলি, সাজিদ মেহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস শোফিল্ড, জোনাথন ট্রট, রিয়ান সাইডবটম, উসমান আফজল, ম্যাথিউ হগার্ড ও জেমস টিনডল।

দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস

জন্টি রোডস, মর্নি ভ্যান উইক, গার্নেট ক্রুগার, রজার টেলেমাশাস, জাস্টিন কেম্প, অ্যালভারো পিটারসেন, নান্টি হ্যাওয়ার্ড, অ্যান্ড্রু পাটিক, লুটস বসম্যান, জান্দের ডি'ব্রইন, থান্ডি সাবালালা, মন্দে জোন্ডেকি, মাখায়া এনটিনি ও লয়েড নরিস।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস

ব্রায়ান লারা, টিনো বেস্ট, রিডলি জেকবস, নরসিং দেওনারায়ন, সুলেমান বেন, দীননাথ রামনারায়ন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রিয়ান অস্টিন, উইলিয়াম পার্কিন্স ও মহেন্দ্র নাগামুতু।

শ্রীলঙ্কা লিজেন্ডস

তিলকরত্নে দিলশান, সনৎ জয়াসুরিয়া, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরথ, থিলান তুষারা, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদেরা, উপল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্তকা জয়সিংহে, ধামিকা প্রসাদ, নুয়ান কুলসেকারা, রাসেল আর্নল্ড, দুলাঞ্জনা উইজেসিংহে ও মালিন্দা ওয়ার্নাপুরা।

বাংলাদেশ লিজেন্ডস

খালেদ মাহমুদ, নাফীস ইকবাল, মোহম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালিদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh