• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩
অ্যাঞ্জেলো ম্যাথিউস

দেশের পর বিদেশ সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দল। উইন্ডিজের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপে অবস্থান করছে লঙ্কানরা।

তবে ক্যারিবীয় সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক দাসুন শানাকাকে নিতে পারেনি ভিসা জটিলতায়। তবে শানাকাকে নেয়ার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই ট-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাঁধে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দাসুন শানাকার ভিসা সমস্যার সমাধান এখনও না হওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তবে লঙ্কান ক্রিকেট আশা করছেন টি-টোয়েন্টি সিরিজে শানাকাকে না পাওয়া গেলেও ওয়ানডে সিরিজে পাওয়া যাবে।

ম্যাথিউস আগেও দলের অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বে ৩৪ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা।

উইন্ডিজের বিপক্ষে আগামী ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ।

দাসুন শানাকার ঝামেলা হবার কারণ যুক্তরাষ্ট্রের পাঁচ বছরের বৈধ ভিসাসহ পুরনো পাসপোর্ট হারিয়ে ফেলা। তার আগে উইন্ডিজ রওয়ানা করার মুহূর্তে করোনা পজিটিভ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি পেসার লাহিরু কুমারা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh