• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত নয় নারিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় বাঁকি নেই। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে বিশ্ব ক্রিকেটের আসর। তাই অনেক দেশের ক্রিকেট বোর্ডই গুছাতে শুরু করেছে দল। তেমনই উইন্ডিজ ক্রিকেটও ফেরাচ্ছে তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেমন দুই বছর পর ক্রিস গেইল ফিরছেন জাতীয় দলে। নয় বছর জাতীয় দলে না খেলা ফিদেল এডওয়ার্ডও ফিরেছেন দলে। এত এত অভিজ্ঞদের মাঝে ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত সুনীল নারিন নেই। অথচ ব্যাটসম্যানদের কাঁপুন ধরিয়ে দেন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে। কিন্তু কেন নেই এই অফ স্পিনার? সেই কারণ জানালেন উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পার।

হার্পার জানিয়েছেন, এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য নাকি প্রস্তুত নন নারিন। এও জানান, প্রস্তুত হলে দলে ফিরতে কোনো বাধা নেই।

'সে (নারিন) আগেই ইঙ্গিত দিয়েছিল, এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য তৈরি নয়া। সে এখনও ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করছে। তবে প্রস্তুত হলে অবশ্যই ফিরবে।'

২০১৯ সালের আগস্টে দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী নারিন। সবশেষ দেশটির ঘরোয়া ওয়ানডে কাপেও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে খেলেছেন তিনি। এখানে চার ম্যাচ খেলার পর চোটে পড়ায় খেলা হয়নি ফাইনালে।

তবে তার অজাতশত্রু বোলিং অ্যাকশন। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ও প্রশ্নবিদ্ধ হয়েছিল নারিনের বোলিং অ্যাকশন। সেটা অবশ্য পার পেয়ে যান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh