• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যারিয়ারের শেষ লগ্নেও থেমে নেই মেসি-রোনালদো লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৫
messi vs ronaldo, rtv online
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনলদো

সময়ের সেরা দুই ফুটবলারের ভক্তদের মধ্যে নানা যুক্তি তর্ক। কেউ বলছেন রোনালদো সেরা কারও কাছে মেসি। ১ যুগেরও বেশি সময় ধরে দুইজনের যুদ্ধ চলছেই। নিজেদের সেরাটা দিয়ে ভাগ করে নিয়েছেন ১১টি ব্যালন ডি’ অর ট্রফি। যার মধ্যে বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ছয়টির মালিক। অন্যদিকে পাঁচটি জিতেছেন জুভেন্টাসের হয়ে খেলা পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

কয়েকদিন আগেই সিআর সেভেন হিসেবে খ্যাত রোনালদোর ৩৬ বছর পূর্ণ হয়েছে। অন্যদিকে ম্যাজিশিয়ান হিসেবে পরিচিত মেসি ৩৪ বছরে পা রাখতে চলেছেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও তাদের দমাতে পারছে না কেউই।

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে গোল তুলেছেন মেসি। অন্যদিকে সিরি আ’তে ভেরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। একমাত্র গোলটি এসেছে রোনালদোর পা থেকেই।

চলতি মৌসুমের শুরুতে ভালো করতে না পারলেও বার্সার সবচেয়ে বড় তারকা ঠিকই আপন কক্ষপথে ফিরেছেন। ২৩ ম্যাচে লিও মেসির মোট গোল সংখ্যা ১৯। যা স্প্যানিশ লিগায় সর্বোচ্চ। অ্যাসিস্ট করেছেন চারটি। তার পরেই অবস্থান লুইস সুয়ারেজের। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলা উরুগুইয়ান স্ট্রাইকার ২০ ম্যাচে ১৬টি গোল করেছেন।

এদিকে ইতালিয়ান লিগে ২০ ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো। ৩টি অ্যাসিস্টসহ গোল করেছেন মেসির সমান ১৯টি। ২২ ম্যাচে ১৭ গোল করে দ্বিতীয় স্থানে আছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু।

শুধু লিগ নয় বিগত দিনের মতো চলতি মৌসুমে সব রকমের প্রতিযোগিতাও সমানে লড়াই চলছে মেসি-রোনালদোর।

চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে মেসি-রোনালদো দুইজনের গোলই চারটি। কোপা ইতালিয়ায় তিন ম্যাচ খেলে দুটি গোল তুলেছেন রোনালদো। সুপার কোপা ইতালিয়ানায় একটি ম্যাচে নেমেই গোল তুলেছেন। অন্যদিকে তিনটি কোপা দেল রে’র ম্যাচে ১ গোল করেছেন মেসি। সুপার কোপার একটি ম্যাচে অংশ নিলেও গোল পাননি তিনি।

সব মিলিয়ে ৩২ ম্যাচে মেসির গোল সংখ্যা ২৪টি। গোল করিয়েছেন ৯টি। ২৯ ম্যাচ খেলে তিনটি অ্যাসিস্টসহ মোট ২৬টি গোল করেছেন রোনালদো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh