• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গ্যালারিতে দর্শক নিয়েই অলিম্পিক আয়োজনের চেষ্টা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭
tokyo olympic
ছবি- সংগৃহীত

অলিম্পিক হবে কি না, তা নিয়ে এখনও রয়েছে সন্দেহ। করোনা পরিস্থিতিতে গেল বছর স্থগিত হওয়া বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে ব্যাপক চেষ্টা চালাচ্ছে টোকিও। জুলাইতে দর্শকসহ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি আয়োজক কমিটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন জাপানের সাবেক অলিম্পিয়ান সেইকো হাসিমোতো। হাতে সময় কম হলেও গেমসে ঢেলে সাজানোর যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।

এক সাক্ষাতকারে হাসিমোতো বলেন, ‘দর্শক ছাড়া অলিম্পিক আয়োজন করলে সবাই অবাক হবে। কারণ, বিশ্বের অন্যান্য খেলাগুলোতে কিন্তু গ্যালারিতে দর্শকরা থাকছেন। তাই অলিম্পিকেও থাকা উচিৎ।’

টোকিও অলিম্পিক কমিটির প্রধানের দাবি বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

সাবেক অ্যাথলেট হাসিমোতো বলেছেন, ‘সবাই অলিম্পিকের দিকে তাকিয়ে বিমান টিকিট বা হোটেলের রুম বুক করতে চাইছেন। আর তাই দ্রুত এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাই প্রত্যাশা।’

চলতি মাসেই দর্শকদের নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে আয়োজক কমিটি। মার্চ মাস থেকেই পুরোপুরি অলিম্পিকের প্রস্তুতি সেরে ফেলবে টোকিও।

বিদেশি অ্যাথলেটদের জন্যও খুলে যাবে দরজা। অলিম্পিকের টেস্ট ইভেন্ট শুরু হবে। করোনার প্রভাব কমতে শুরু করায় উদ্বেগও অনেকটাই কমেছে দেশটিতে।

হাসিমোতো বলেছেন, ‘করোনার জন্য মানুষের মনে এখনও দুশ্চিন্তা কমেনি। সেখান থেকে বেরিয়ে এসে অলিম্পিককে সর্বসম্মতিক্রমে সমর্থন পেতে কিছুটা সময় লাগবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
মেসি ও ডি মারিয়ার অলিম্পিক খেলা নিয়ে যা জানালেন মাসচেরানো
ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
অলিম্পিক থেকে বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা-ব্রাজিল
X
Fresh