• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ইউসুফ পাঠানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪০
ইউসুফ পাঠান

২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। ভারতের বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে ইউসুফের মাঠ প্রদক্ষিণের দৃশ্যটা এখনও চোখে ভাসে ক্রিকেট ভক্তদের। সেই ইউসুফ পাঠান ইতি টেনেছেন ক্রিকেট ক্যারিয়ারের।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও ছিলেন কলকাতাকে শিরোপা এনে দেয়া ইউসুফ। কিন্তু নিলামে কেউ দলে নেয়নি তাকে। কে জানে সেই ক্ষোভ থেকেই কী না ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন। শুক্রবার ৩৮ বছর বয়সী ইউসুফ টুইটারে জানান তার অবসরের কথা।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে করোনা নেগেটিভ বাংলাদেশ দল

2011 Cricket World Cup (2011)

‘আমি জানাতে চাই, ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছি। আমার পরিবার, বন্ধু, ভক্ত, দল এবং বিশ্বব্যাপী আমার সব সমর্থকদের ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমাকে সমর্থন দেয়ার জন্য। ।’

আরও পড়ুন : দিন-দুপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

আন্তর্জাতক ক্রিকেটে ৫৭ ওয়ানডে খেলেছেন ইউসুফ। যেখানে ৮১০ রান ও ৩৩টি উইকেট রয়েছে তার। ওয়ানডে ছাড়াও দেশের হয়ে ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে রয়েছে ২৩৬ রান ও ১৩টি উইকেট।

২০১২ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অল-রাউন্ডার। আইপিএল ক্যারিয়ারে রয়েছে ৩ হাজার ২০৪ রান ও ৪২টি উইকেট।

এমআর/

আরও পড়ুন : এসব অভ্যাস থাকলে মেয়েরা আপনার কাছ থেকে ১০০ হাত দূরে থাকবে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
আরটিভিতে আজ যা দেখবেন
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
X
Fresh