• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিসিবির চুক্তি প্রত্যাহার হাফিজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২০
ছবি- সংগৃহীত

বয়স যেন একটা সংখ্যা মাত্র মোহাম্মদ হাফিজের কাছে। চল্লিশ ছুঁই ছুঁই হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে রঙ ছড়িয়ে যাচ্ছেন এই পাকিস্তানি অল-রাউন্ডার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যাট হাসছে চওড়া গালে। তবুও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সময়টা ভালো যাছে না হাফিজের।

২০১৯ সাল থেকে চুক্তিতে না থাকা হাফিজকে আসছে মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ‘সি’ গ্রেডে রাখে পিসিবি। তবে হাফিজ সেটিকে প্রত্যাখ্যান করেছেন। দলের সিনিয়র ও নিয়মিত পারফর্মার হিসেবে উপরের দিকে থাকাটাই স্বাভাবিক এই অল-রাউন্ডারের।

গত এক বছরে মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টিতে করেছেন ৩৩১ রান। তার চেয়ে বেশি রান করেছেন কেবল ইংল্যান্ডের দাবিদ মালান (৩৮৬ রান)।

তাই হাফিজকে স্থায়ীভাবে চুক্তিতে নিতে চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু সেটি 'সি' গ্রেড হওয়ায় পছন্দ হয়নি হাফিজের।

এ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ক্রিকইনফোকে জানান, সি গ্রেডে রাখা রিজওয়ান ও ফাওয়াদ আলম দুজনেই কোনো আপত্তি করেনি কিন্তু হাফিজ সেটা প্রত্যাখ্যান করেছে। সেটা অবশ্য বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন হাফিজ।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh