• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোলাপিতে বিধ্বস্ত ইংলিশরা

স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯
ছবি- ক্রিকইনফো

মোতেরা স্টেডিয়াম থেকে ম্যাচ শুরু আগে বদলে যাওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের যাত্রা শুরু দিবারাতির ম্যাচ দিয়ে। আহমেদাবাদের এই অনিন্দ্যসুন্দর মাঠে গোলাপি বলের চ্যালেঞ্জে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড।

বুধবার দুপুরে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। দুই ওপেনার জ্যাক ক্রোলি আর ডম সিবলির শুরুটা মোটেই দারুণ হয়নি। শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মার বলে শূন্য রানেই ফিরতে হয় সিবলিকে।

দুই নম্বরে ব্যাট করতে নামা জনি বেয়রেষ্ট্রোকেও শূন্য রানে সাজঘরে ফিরতে হয় আক্সার প্যাটেলের বলে এলবিডব্লু হয়ে। দলের বিপর্যয়ে একপাশ আগলে রাখেন ওপেনার ক্রোলি। তবে অধিনায়ক জো রুট খেই হারান ১৭ রান করে অশ্বিনের ঘূর্ণির কাছে।

রুটের বিদায়ের পর ক্রোলি থামেন ৮৪ বলে ৫৩ রান করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটাররা। একের পর এক উইকেট নেন প্যাটেল ও অশ্বিন।

প্যাটেল নেন ৬টি, অশ্বিন নেন ৩ট। বাকি ১টি উইকেট নেন ইশান্ত শর্মা। এতে মাত্র ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১১২ রানে বিধ্বস্ত হতে হয়েছে সফরকারীদের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh