• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিট বেল্ট পরে থাকায় প্রাণে বাঁচলেন টাইগার উড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১
tigerwoods ‍accident
ছবি- সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উড। উদ্ধারকারীরা জানিয়েছে সিট বেল্ট পরে থাকার কারণে বেঁচে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি দুর্ঘটনা প্রবণ হাইওয়েতে থেকে ৪৫ বছর বয়সী এই তারকার গাড়িটি উদ্ধার করা হয়। তার দুই পায়ে সার্জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ক্রিকেটারদের কাছে আর জিম্মি হতে চায় না বিসিবি: বিসিবি

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে দুর্ঘটনার শিকার হন টাইগার। গাড়ীটি নিজেই চালাচ্ছিলেন তিনি। সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী র‌্যাঞ্চো পালোস ভ্যালদেস এলাকায় টাইগারকে বহনকারী স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) তথা জিপ গাড়ীটি ফুটপাতে ধাক্কা খায়। এরপর গাছে লেগে রাস্তার পাশে থাকা ঝোপে পড়ে যায়। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর টাইগার উডের বেঁচে আছেন এটাই অনেক।

আরও পড়ুনঃ দেশ আগে তারপর আইপিএল বললেন মোস্তাফিজ

লস অ্যাঞ্জেলেস শেরিফের ডেপুটি কার্লস গঞ্জালেজ বলেন, উদ্ধার করার সময় ড্রাইভিং সিটে বসা ছিলেন তিনি। সম্ভবত সিট বেল্ট পরে থাকার কারণেই তার বেশি ক্ষতি হয়নি। পায়ে গুরুতর চোট পেয়েছেন।

ক্যারিয়ারের ১৫ টি বড় শিরোপা পাওয়া এই গলফারকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করেন তাকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যে তারকারা 
‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ হলেন শাহরুখ খান
X
Fresh