• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২১

তামিম-সৌম্যরা আশা দেখিয়ে ছুটলেন নিউজিল্যান্ডের পথে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪১
তামিম ইকবাল

অতীতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে একবারও হারের স্বাদ দেয়নি বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে যায় টাইগাররা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোনোটাতেই ওদের কাছে পাত্তা পায়নি তামিম-মাহমুদউল্লাহরা।

এবার এই না পারাকে পারার আশা নিয়ে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। মঙ্গলবার বিকেল পৌনে চারটার ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করেছে তামিমরা। যাবার আগে তামিম ইকবাল জানিয়ে গেছেন, নিউজিল্যান্ডকে হারানোর আশা করছেন তিনি।

‘দেখেন আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের সবার জন্য কঠিন কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব, আগে যে জিনিসটা কখনও পারিনাই সে জিনিসটা যেন পরিবর্তন করতে পারি। আমরা আশাবাদী।’

টাইগার ওপেনার সৌম্য সরকারও জানিয়ে গেলেন, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসের কথা।

‘হ্যাঁ অবশ্যই এবার আমরা আশা করব ওই জিনিসটা যেন ভেঙে আসতে পারি। আমরা যেন জিতে আসতে পারি। উইন্ডিজের সাথে যে ওয়ানডে সিরিজটা খেলছে সবাই এখানেও সেই ধারাটা ধরে রাখবে সবাই। তো ওখান থেকে আমরা ভালো ফলাফল নিয়ে ফিরতে পারি।’

দলের অল-রাউন্ডার সাইফউদ্দিন মনে করছেন, ভিন্ন কন্ডিশন হলেও নিজের লাইন এবং লেংন্থ বজায় রাখলে সফলতা পাওয়া সম্ভব।

‘আপনি যদি ভালো বোলিং করেন, যেকোনো কন্ডিশনে, যেকোনো উইকেটে ভালো করা সম্ভব। লাইন এবং লেংন্থ মেনে বোলিং না করতে পারলে খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমার বেসিক অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এই সফরে কিউইদের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেল বাংলাদেশ দল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh