Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ মে ২০২১, ৪ জ্যৈষ্ঠ ১৪২৮

জাতীয় দল নাকি আইপিএল, দোটানায় উইলিয়ামসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরুর সম্ভাব্য সূচি এপ্রিলে। এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে বেশ কয়েকটি দলেরও। যেমনটা এই সময়ে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ থাকার পরও সাকিব আল হাসান বেচে নিয়েছেন আইপিএল।

একইরকম অবস্থা নিউজিল্যান্ডেরও। জুনের ২ তারিখ থেকে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে।

কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন এবারও খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু একই সময়ে জাতীয় দলের খেলা আর আইপিএলের খেলা এক হয়ে যাওয়ায় দোটানায় পড়েছেন তিনি। উইলিয়ামসন মনে করেন, এমনটা কখনোই কাম্য নয়।

‘এমন সাংঘর্ষিক সূচি কখনোই প্রত্যাশা করি না। যখন সূচির করা হচ্ছিল ইংল্যান্ডের সঙ্গে তখনই আইপিএলের সঙ্গে সংঘাতের বিষয়টি মাথায় আসছি। কিন্তু বুঝতেছি না কি করব।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সংশোধিত নিয়মে, চুক্তি ভুক্ত কেউ চাইলেও আইপিএলে খেলতে যেতে পারে। এতে বোর্ড কাউকে বাধ্য করবে না। উইলিয়ামসন ছাড়াও আইপিএলে নাম লিখিয়েছেন ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লুকি ফার্গুসেনের মতো নিয়মিত ক্রিকেটাররা।

সবারই একই অবস্থা উইলিয়ামসনের মতো। কিউই অধিনায়কের অপেক্ষা এখন আইপিএলের সূচি প্রকাশের।

‘অপেক্ষায় আছি আইপিএলের সূচি দেখার। সূচি দেখেই সিদ্ধান্তটা নিতে চাই।’

এমআর/

RTV Drama
RTVPLUS