• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যাট-বলের লড়াইয়ের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১
সর্দার প্যাটেল স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ গড়াতে যাচ্ছে চলতি সপ্তায়। ভারতের আহমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়ামকে বলা হচ্ছে সময়ের সবচেয়ে বড় মাঠ। যে মাঠে দর্শক ধারণ ক্ষমতা ১ লাখ ১০ হাজার।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ডের মধ্যে দিবারাত্রির টেস্ট দিয়ে পুনরায় যাত্রা শুরু হচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামের। ১৯৮০ সালে নির্মিত হওয়া এই মাঠে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এরপর সংস্কারের অভাবে বন্ধ ছিল আন্তর্জাতিক ম্যাচ। সেই মাঠে আবারও প্রাণ ফিরেছে আধুনিকায়নের মাধ্যমে।

এই মাঠে এক লাখের বেশি দর্শক ধারণ ক্ষমতা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বোর্ড (বিসিসিআই)।

দর্শক প্রবেশের অনুমতি দেয়ার ঘণ্টা খানিকের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় বলে জানায় বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী।

‘লম্বা সময় পর এই মাঠে ক্রিকেট ফিরছে, সঙ্গে দর্শকও। টিকিট ছাড়ার ঘণ্টা খানিকের ভেতরই সব টিকিট শেষ!। আমি অনেক খুশি, এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার।’

সৌরভ আশা প্রকাশ করেছেন, টি-টোয়েন্টি সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেয়া নিয়ে।

‘আশা করছি টি-টোয়েন্টি সিরিজে একটা আসনও খালি থাকবে না মাঠে।’

এতদিন ১ লাখ দর্শক ধারণ ক্ষমতা নিয়ে ক্রিকেটে সবচেয়ে বড় মাঠ ছিল কলকাতার ইডেন গার্ডেন্স। এরপর ছিল মেলবোর্নে ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এমসিজি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh