• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকার দুই ঐতিহ্যবাহী দলের বিপক্ষে ম্যাচ পাতানো অভিযোগ

আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩
brother vs abahani
১৯ জানুয়ারি ব্রার্দাসের বিপক্ষে মাঠে নামে আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। আরামবাগ স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ঐতিহ্যবাহী দল দুটির বিরুদ্ধে বিপিএলের ৫ ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ব্রাদার্সের বিপক্ষে ২টি এবং আরামবাগারে বিপক্ষে ৩টি পাতানো ম্যাচের অভিযোগ তাদের হাতে এসেছে।

তিনি বলেন, ‘বাফুফের পক্ষ থেকে আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নকে ম্যাচ ফিক্সিং, স্পর্ট ফিক্সিং ও অনলাইন বেটিং সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।’

অভিযোগ করার ৫ ম্যাচের ৩টি জানুয়ারিতে ও ২টি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। আরামবাগের ৩ ম্যাচের প্রতিপক্ষ ছিল মোহামেডান (১৭ জানুয়ারি), শেখ রাসেল (৯ ফেব্রুয়ারি) ও আবাহনী (১৩ ফেব্রুয়ারি) । ব্রাদার্সের ২ ম্যাচে প্রতিপক্ষ ছিল আবাহনী (১৯ জানুয়ারি) ও বসুন্ধরা কিংস (২৩ জানুয়ারি)।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা নিশ্চিত করছি, ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী পাতানো খেলা প্রসঙ্গে বাফুফে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর গোলে ভর করে কোয়ার্টার ফাইনালে আল নাসর
বিপিএল মাতাতে বাংলাদেশে নারিন-রাসেল
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি
X
Fresh