• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিভারপুলকে ৯৮ বছর আগের লজ্জায় ফেরাল এভারটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৩
liverpool everton, rtv online
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে লিভারপুল। এতে ৯৮ বছর আগের লজ্জায় ফিরল অল রেডরা। ১৯২৩ সালের পর ঘরের মাঠে প্রথমবার টানা চার ম্যাচে হারলো দলটি। শনিবার রাতে সফরকারীদের হয়ে একটি করে গোল করেছেন রিচার্লিসন ও গিলফি সিগরুটসন।

অ্যানফিল্ডে নেমেই তৃতীয় মিনিটে এগিয়ে যায় এভারটন। কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের বাড়ানো বলে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান স্টাইকার রিচার্লিসন।

মোহাম্মদ সালাহ-সাদিও মানেরা চেষ্টা করেও গোল তুলতে পারেননি। উল্টো ৮১ মিনিটে লিভারপুলের পোস্টের কাছে ডমিনিখ কালভের্ট-লিউইনকে ফেলে দেন ট্রেন্ট আলেকজান্ডার আরনোল্ড। পেনাল্টি থেকে গোল তুলে নেন আইসল্যান্ডের ফরোয়ার্ড সিগরুটসন। যা বর্তমান চ্যাম্পিয়নদের হারানো জন্য যথেষ্ট ছিল।

এই হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে নেমে এলো লিভারপুল। ২৫ ম্যাচে মোট পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে সপ্ত স্থানে রয়েছে এভারটন।

২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপড়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড্রয়ে শেষ লিভারপুল-ম্যানসিটি মহারণ
শেষ আটে লিভারপুলকে পেল ইউনাইটেড
জরিমানার ৪ পয়েন্ট ফেরত পেল এভারটন
চেলসিকে কাঁদিয়ে ইংলিশ লিগ কাপে চ্যাম্পিয়ন লিভারপুল
X
Fresh