• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চামিন্দা ভাসেই আস্থা লঙ্কান ক্রিকেটের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩
ছবি- ক্রিকইনফো

শ্রীলঙ্কা জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক তারকা পেসার চামিন্দা ভাসকে। দীর্ঘ মেয়াদী দায়িত্ব না দেয়া হলেও আপাতত উইন্ডিজ সফরে দলের পেসারদের সামলাবেন তিনি।

ভাসের হঠাত যোগ দেয়ার আগে দলটির পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কোচ ডেভিড সেকার। ব্যক্তিগত কারণে সেকারের চলে যাওয়ায় সুযোগ হয়েছে ভাসের।

ভাস যদিও এবারই প্রথম নয় লঙ্কান দলের কোচের দায়িত্বে, এর আগে ২০১৩, ২০১৫ সালে স্থায়ী দায়িত্ব পান। এছাড়াও ২০১৭ সালে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কার।

চামিন্দা ভাস তার দীর্ঘ ক্যারিয়ারে বেশ সফল ছিলেন। ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়া ভাস ১১১ টেস্টে ৩৫৫টি, ৩২২ ওয়ানডেতে ৪০০টি এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের মালিক তিনি।

ক্রিকেটকে বিদায় জানানর পর লঙ্কান ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোচিং করেন। এরপর আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটেও কাজ করেন।

আগামী ৪ মার্চ থেকে উইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ। এছাড়াও রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh