• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবারও আইপিএলে উপেক্ষিত মুশফিক

অনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩১
মুশফিকুর রহিম || ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর গড়াতে যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। নিয়মিতই খেলে যাচ্ছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান।

অথচ দেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান খ্যাত মুশফিকুর রহিমের জন্য জায়গা হয়না আইপিএলে। এবারের নিলামের আগে ক্ষোভে নামও জমা দেননি এই টাইগার ব্যাটসম্যান।

তবে আজ বৃহস্পতিবার হঠাতই ভারতীয় গণমাধ্যমে আসে শেষ মুহূর্তে ড্রাফটে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। তাতেই টাইগার সমর্থকদের বাড়তি নজর থাকে আইপিএলের নিলাম অনুষ্ঠানে।

সাকিব আল হাসান দল পেয়েছেন। কলকাতা এই বাঁহাতি অল-রাউন্ডারকে নিয়েছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। পেসার মোস্তাফিজুর রহমানকে রাজস্থান রয়্যালস নিয়েছে ১ কোটি রুপিতে।

অপেক্ষা ছিল বাকি তিন বাংলাদেশি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ এবং সাইফউদ্দিনিকে নিয়ে। কিন্তু অপেক্ষা আর পুরায়না। তিন জনের কারো নামই ডাকা হয়নি নিলামে।

এর আগের আসরগুলোর ড্রাফটে মুশফিকের নাম থাকালেও কোনোবার তার নাম উঠানো হয়নি নিলামে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh