logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

ভিত্তিমূল্যে দল পেলেন শচীন পুত্র অর্জুন

অর্জুন টেন্ডুলকার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে ছিলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারও। বড় বড় তারকা ছাপিয়ে সবার চোখ ছিল অর্জুনের দিকে।

ভারতীয়রা যাকে ক্রিকেট ইশ্বর মানে তার ছেলের দিকে সবার চোখ থাকাটাই স্বাভাবিক। তবে হতাশ হতে হয়নি অর্জুনকে। বাবার খেলা দলেই জায়গা হয়েছে পুত্রের।

নিলামে অর্জুনের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই অর্জুনকে নিয়ে নিইয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রত্যাশা মতই বিশাল দামে শচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে তুলে নিল এই ফ্র্যাঞ্চাইজি 1

গত আইপিএলে নেট বোলার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও গিয়েছিলেন। সেখানে দলের সঙ্গে থেকে আইপিএলের কন্ডিশনও বুঝেছেন। এবার তো মূল দলেই পেয়ে গেলেন অর্জুন।

এর আগে অর্জুন মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বিজয় হাজারে ট্রফির দলেও রাখা হয়েছে অর্জুনকে।

এমআর/

RTV Drama
RTVPLUS