• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অল-রাউন্ডারদের ভিড়ে পানির দামে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬
ছবি- সংগৃহীত

প্রতিবারেই সাকিব হাসানকে কম দামে পেয়েছে দলগুলো। এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের সেরা এগারোতেই ছিলেন টাইগার অল-রাউন্ডার। তাই সবার আশা ছিল চড়া মূল্যে কিনে নেবে তাকে।

কিন্তু শেষ পর্যন্ত সাকিবকে ভিত্তিমূল্যের থেকে ১ কোটি ২০ লাখ রুপি বেশি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবকে নিয়ে খুব বেশি উত্তেজনাও ছড়ায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।

অলরাউন্ডারের তালিকায় অজি অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও ছিলেন। তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায়। শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Image result for গ্লেন ম্যাক্সওয়েল ক্রিকেটার

গত আইপিএলে কিং ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ম্যাক্সওয়েলের রান মাত্র ১০৮ রান। তাতে সর্বোচ্চ ইনিংসটি ছিল ৩২ রানের। স্ট্রাইক রেট ছিল ১০১.৮৮। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে পেয়েছেন মাত্র ৩ উইকেট।

এমন একজন ক্রিকেটারকে নিয়ে কাড়াকাড়ি লেগে যাওয়ায় রীতিমতো অপমান বোধ করেছেন বিরেন্দ্র শেবাগ। টুইটারে প্রকাশ করেছেন ম্যাক্সওয়েলকে নিয়ে বিরক্তি।

ম্যাক্সওয়েলের পর মঈন আলীর নাম আসলে তাকে নিয়েও কাড়াকাড়ি। অথচ সাকিবের চেয়ে অনেকটা পিছিয়ে মাঠের লড়াইয়ে। অথচ মঈন আলীকে ৭ কোটি রুপিতে কিনে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্রই আসা শিভাম দুবেও সাকিবের চেয়ে বেশি দাম পেয়েছেন নিলামে। ৫০ লাখ ভিত্তিমূল্যের এই ভারতীয় অল-রাউন্ডারকে দলে পেতে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের লড়াই শেষ ৪ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে ঠেকে। রাজস্থান রয়্যালসে ঠাই হয়েছে তার।

Image result for ক্রিস মরিস

এদের ছাড়িয়ে চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস। সব দলই তাকে পেতে একরকম লড়াইয়ে নেমে পড়ে। এই টেবিল ওই টেবিল ঘুরে শেষ পর্যন্ত এত দাম উঠে যা আইপিএল ইতিহাসে বিদেশি কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দামে গিয়ে পৌঁছায়।

শেষ পর্যন্ত মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। অথচ ২০১৫ সালের পর দেশি খেলোয়াড়ের জন্যও এত অর্থ ব্যয় করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। গত ছয় বছর আগে ১৬ কোটি রুপিতে দিল্লি কিনে যুবরাজ সিংকে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh