• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিব মুখিয়ে আছেন কলকাতার হয়ে খেলতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৮
ছবি- কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুইবারের চ্যাম্পিয়ন হবার পেছনে দারুণ অবদান ছিল টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসানের। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের দল। দুই আসরেই কেকেআরের হয় মাঠ মাতান সাকিব।

এরপর লম্বা সময় ধরে কলকাতার হয়ে খেলেননি সাকিব। এবার আইপিএলের ১৪তম আসরে আবারও জায়গা হয়েছে পুরনো দলে। বৃহস্পতিবার নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে এই বাঁহাতি অল-রাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা।

সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত কলকাতাও। তারা টুইট করেছে, ‘আমাদের ময়না ফিরে আসছে।’

এরপর এক ভিডিও বার্তায় উচ্ছ্বসিত হবার কথা জানান সাকিব আল হাসান।

‘কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। খুবই রোমাঞ্চিত কেকেআরের হয়ে খেলতে পারব এবারও। ২০১২ ও ২০১৪ তে যেভাবে খেলেছি, শিরোপা জিতেছি সেভাবে খেলার চেষ্টা করব। আমি মুখিয়ে আছি কলকাতার হয়ে খেলার জন্য।’

আইপিএল ক্যারিয়ারে ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ৪৬ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২১.৩১ গড়ে ৭৪৬ রান (১২৬.৬৫ স্ট্রাইক রেট)। বল হাতে ৬২ ইনিংসে নিয়েছেন ৭.৪৬ ইকনোমিতে ৫৯ উইকেট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh