• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খেলতে খেলতেই মারা গেলেন বাবু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৪
ছবি- সংগৃহীত

খেলার মাঠে মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত। তবে এমন অনেক ঘটনা ঘটেছে আগেও। এবার ভারতের পুনেতে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে মৃত্যু হয়েছে বাবু নালওয়াড়ে নামে এক ক্রিকেটারের।

বুধবার ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই ক্রিকেটার। মৃত্যুকালে বাবুর বয়স ছিল ৪৭ বছর।

ঘটনাটি ঘটেছে পুনের জুন্নার তেহসিলের যাদবওয়াড়ি গ্রামে। এখানে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলার সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

ম্যাচের সময় ব্যাট হাতে উইকেটেই ছিলেন বাবু। নন-স্ট্রাইকে থাকা বাবু হঠাৎ করেই লুটিয়ে পড়েন মাটিতে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

এ নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, মাটিতে লুটিয়ে পড়ার পর বাবুকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যাওয়ার আগেই সে মারা যায় বলে জানায় চিকিৎসকরা। পরে ময়নাতদন্তে জানা গেছে, বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh