• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৮১

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ১২:৩৯

সিরিজে সমতায় ফিরতে মরিয়া ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করেছে শ্রীলঙ্কা। এতে সিরিজ জিততে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের চাই ২৮১ রান। নির্ধারিত ওভারে ৫.৬২ গড়ে এ রান করতে হবে টাইগারদের।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলের হয়ে ম্যাচের দুরন্ত সূচনা করেন দু’উদ্বোধনী ব্যাটসম্যান ধানুষ্কা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মাশরাফি-মুস্তাফিজদের ওপর চড়াও হয়ে খেলেন তারা। অবশেষে ১১তম ওভারে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত সাফল্য। ওই ওভারে মেহেদী হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুনাথিলাকা (৩৪)। সঙ্গী হারিয়ে অবশ্য বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি থারাঙ্গাও। ১৩.৪ ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি (৩৫)।

থারাঙ্গার বিদায়ের পর দিনেশ চান্দিমালকে নিয়ে এগিয়ে যেতে থাকেন কুশল মেন্ডিস। ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে তাদের জুটি। দু’ওপেনারের মতো তারাও চোখ রাঙাতে থাকে। তবে তাদের চোখ রাঙানি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৫.৫ ওভারে তাসকিন-মুশফিকের যৌথ প্রচেষ্টায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন চান্দিমাল (২১)।

এরপর ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান মিলিন্দা সিরিবর্ধনে। তাকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুশল। কিন্তু তাদের সেই প্রচেষ্টাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩০.৩ ওভারে শুভাগত হোম ও মুশফিকের চেষ্টায় রানআউট হয়ে ফেরেন সিরিবর্ধনে (১২)।

একে একে দলের সেরা ব্যাটসম্যানরা ফিরে গেলেও বাংলাদেশের পথের কাঁটা হয়ে বসে থাকেন কুশল মেন্ডিস। ৩৭ ওভারের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে সেই কাঁটা সরান কাটার মাস্টার মুস্তাফিজ। তিনি করেন ৫৪ রান। ৭৬ বলে ৪ চারে এ রান করেন কুশল।

এর কিছুক্ষণ পরই টাইগার অধিনায়ক মাশরাফির বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা অসেলা গুনারত্নে (৩৪)। এসময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪৩.৩ ওভারে ৬ উইকেটে ২১৬ রান। এ অবস্থাতেই লঙ্কান শিবিরে নিজের হয়ে দ্বিতীয় আঘাত হানেন মুস্তাফিজ। তার বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান সেকুগে প্রসন্ন (১)। এর সঙ্গে খেলায় ফেরে টাইগাররা।

তবে শেষদিকে দু’পেরেরার ঝড়ো জুটিতে মোটামুটি ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে মাশরাফির বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিলরুয়ান পেরেরা (১৫)। তার আগে থিসেরা পেরেরার সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। রানগুলো আসে দ্রুতগতিতে। অবশ্য দিলরুয়ান ফেরার ২ বল পরই বিদায় নেন থিসেরা। ততক্ষণে দলের জন্য খেলে ফেলেছেন ৪০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫২ রানের ঝলমলে ইনিংস। শেষ পর্যন্ত ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। নয়ান কুলাসেকারা ১ ও সুরঙ্গা লাকমল ২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি, মুস্তাফিজ ২টি এবং মিরাজ ও তাসকিন নেন ১টি করে উইকেট।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার সময় মাশরাফি জানান, উইকেটে কিছু ঘাস আছে। ফলে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারেন। কিন্তু খেলা শুরুর পর দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র। বাংলাদেশের তিন পেসার মাশরাফি, মুস্তাফিজ ও তাসকিনকে রীতিমতো শাসন করেছেন দু’লঙ্কান ওপেনার। উদ্বোধনী জুটিতেই তারা জমা করেন ৭৬ রান। তিন পেসারই দিয়েছেন ওভারপ্রতি ৬’র বেশি রান। অফস্পিনার মেহেদী হাসান মিরাজও পড়েন লঙ্কান ব্যাটসম্যানদের কোপানলে।

সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে ১-০তে এগয়ে রয়েছে টাইগাররা। এ ম্যাচ জিতে সিরিজ ছিনিয়ে নিতে চায় বাংলাদেশ। অন্যদিকে, এ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া লঙ্কানরা।

এমন ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলে। বাদ পড়েছেন পেসার নুয়ান প্রদীপ। তার বদলে ফিরেছেন সেকুগে প্রসন্ন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh