• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোভিড-১৯: ভ্যাকসিন নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬
টিকা গ্রহণ করছেন জাহিদ আহসান এমপি

করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণের পর জাহিদ আহসান জানিয়েছেন, তিনি ভালো বোধ করছেন। এখনও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় মতো টিকা নিয়ে এসেছে তা বিশ্বে বিরল। এমনকি যুক্তরাষ্ট্র, ইউরোপের মত অনেক দেশে টিকার জন্য হাহাকার চলছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এতো বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়। সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফল।’

টিকাদান শেষে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফল ভাবে পরিচালিত হচ্ছে । বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবা দান কারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি দেশবাসীকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh