• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এমবাপের হ্যাটট্রিকে ‘অনুপ্রাণিত হয়ে’ হালান্দের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৬
haaland mbappe
ছবি- সংগৃহীত

মেসি-রোনালদো যুগের শেষ প্রান্তে এসে এমবাপে-হালান্দদের ভবিষ্যত বলে উল্লেখ করে আসছেন ফুটবল বিশেষজ্ঞরা। একদিন আগে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। এবার সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হালান্দ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলর প্রথম লেগে স্প্যানিশ দল সেভিয়াকে বিপক্ষে ২-৩ গোলে হারিয়েছে জার্মান দল ডর্টমুন্ড।

আরও পড়ুন : কোর্টে ব্যাট ভেঙে আলোচনায় নোভাক জকোভিচ (ভিডিও)

বুধবার রাতে ঘরের মাঠ র‌্যামন স্যানচেজ পিৎজুয়ানে সাত মিনিটের মাথায় এগিয়ে যায় সেভিয়া। দলের হয়ে গোল তুলেন সুসো। যদিও ১৯তম মিনিটে সফরকারীদের সমতায় ফেরান মাহমৌদ দাহৌদ।

২৭ ও ৪৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন নরওয়ে জাতীয় দলের তারকা হালান্দ। ৮৪ মিনিটের মাথায় ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি সেভিয়ার ডাচ স্ট্রাইকার লুক ডি জং।

ম্যাচ জয়ী পারফরমেন্সের পর ২০ বছর বয়সী হালান্দ জানিয়েছেন বার্সার বিপক্ষে এমবাপের হ্যাটট্রিক তাকে অনুপ্রাণিত করেছেন।

আরও পড়ুন : আইপিএল নিলাম কাল, সাকিবদের বাধা বিসিসিআই

হালান্দ বলেন, ‘গোল করার পর সবসময় ভালো লাগে। চ্যাম্পিয়নস লিগের প্রেমে পড়েছি। যখন দেখি এমবাপে হ্যাটট্রিক করেছেন তখন অনুপ্রেরণা পাই।’

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তিনি দুর্দান্ত সব গোল করেছেন। এগুলো দেখে আমিও উৎসাহ পেয়েছি। তাই তাকে ধন্যবাদ জানাই।’

এদিকে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ২৪ ম্যাচে ২৫ গোল তুলেছেন হালান্দ। চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ খেলে ৮ গোল করে সবার উপরে রয়েছেন তিনি।

আরও পড়ুন : রশিদ খানের চোখে সেরা তিন ফ্র্যাঞ্চাইজি লিগ

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh