• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হোয়াইটওয়াশ হয়েও এগিয়েছেন লিটন, তামিম, তাইজুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২০
ছবি- সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটিও জিততে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ২০১২ সালের পর আবারও হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে টাইগারদের। দলের অবস্থা শূন্য হলেও ব্যক্তিগত পারফর্মের পুরষ্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস এবং তাইজুল ইসলাম।

তিনজনেরই উন্নতি হয়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে। নতুন র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শেষে।

ঢাকা টেস্টের দুই ইনিংসে ৪৪ ও ৫০ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। যদিও চট্টগ্রামে তার ব্যাটে রান আসেনি। প্রথম ইনিংসে ৯ আর দ্বিতীয় ইনিংসে শূন্য করেছিলেন এই টাইগার ওপেনার। তবে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৩৭ থেকে ৫ ধাপ এগিয়ে এসেছেন ৩২ নম্বরে।

ব্যাট হাতে লিটন দাস দুই টেস্টেই রান করেছেন ধারাবাহিকভাবে। চট্টগ্রামে ৩৮ ও ৬৯ রানের পর ঢাকা টেস্টে খেলেন ২২ ও ৭১ রানের ইনিংস। তাতে ৫০৭ রেটিং পয়েন্টে ১১ ধাপ এগিয়ে উঠেছেন ৫৪ নম্বরে। যা লিটনের ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

এগিয়েছেন তাইজুল ইসলামও। চট্টগ্রামে দুই ইনিংসে ৪ উইকেটের পর ঢাকায় নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাং কিংয়ে ২৭ থেকে ৫ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে।

এদিকে আগের র‍্যাংকিং থেকে পিছিয়েছেন মুশফিকুর রহিম ২২ থেকে ২৩ নম্বরে, মুমিনুল হক ৩৩ থেকে ৩৬ নম্বরে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh