logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

শেষ দুই টেস্টের দল ঘোষণা ভারতের

ছবি- সংগৃহীত

চার ম্যাচের সিরিজে শেষ হয়েছে প্রথম দুটি টেস্ট। চেন্নাইতে ইংলিশদের কাঁচে প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বাকি আছে আরও দুটি ম্যাচ।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট হবে আহমেদাবাদে দিবারাত্রির। চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদেই। শেষটি অবশ্য দিনের আলোতেই।

এই দুই টেস্টের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। তার আগের দিন তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট।

শেষ দুই টেস্টের ভারত দল: বিরাট কোহল (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভাম গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিষাব পন্থ, হৃদিমান শাহ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রিত ভুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেইরস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রাওলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওওকস এবং মার্ক উড।

এমআর/

RTV Drama
RTVPLUS