• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাময়িক বিরতিতে ডি কক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৭
কুইন্টন ডি কক

লম্বা সময় ধরে ক্রীড়াঙ্গন বন্ধ ছিল কোভিড-১৯ ভাইরাসের কারণে। তবে বন্ধ থাকলে তো আর চলে না! তাই এর থেকে সুরক্ষিত থেকে খেলা চালিয়ে নেবার জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করে বোর্ডগুলো।

এই জৈব সুরক্ষা বলয়ে থেকেই খেলতে হচ্ছে। বের হবারও উপায় নেই, থাকতে হচ্ছে পরিবার থেকে দূরে। যা মানসিক ভাবে প্রভাব ফেলছে খেলোয়াড়দের উপর।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে এসে টেস্ট খেলেছে দুটি। যেখানে ধবল ধোলাই হতে হয়েছে প্রোটিয়াদের। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-১ ব্যবধানে।

এমনিতেই টানা হারের ধাক্কা, সঙ্গে ছিল জৈব সুরক্ষা বলয়ের মানসিক অশান্তি। সব মিলে নিতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। তাই সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই প্রোটিয়া অধিনায়ক।

‘গত এক মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে অসহ্য লাগছিল। আমি মনে করি আমার মানসিক ভাবে সুস্থ হবার দরকার আছে। যা আমার খেলায়ও প্রভাব ফেলছে। তাই সাময়িক বিরতি নিচ্ছি।’

ডি ককের এমন সিদ্ধান্তকে সম্মান জানাবে বলেও জানান দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ড্রু ব্রিটজ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh