• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্সার জালে পিএসজির এক হালি, এমবাপের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮
BARCELONA psg messi MBAPPE
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে বার্সেলোনাকে। শেষ ষোলর প্রথম লেগে নু ক্যাম্পে এসে ৪-১ এ জয় তুলে মাঠ ছেড়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে চোটের কারণে খেলতে না পারা নেইমারের অভাব টেরই পেতে দেয়নি প্যারিসের দলটি। পিএসজির হয়ে হ্যাটট্রিক তুলেছেন কিলিয়ান এমবাপে। অপর গোলটি আদায় করেছেন মইসি কেন। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

ঘরের মাঠে ২৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে এগিয়ে যায় কাতালানরা। পিএসজির ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার পায়ে লেগে পড়ে যান বার্সা মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং। স্পট কিক নিয়ে গোল তুলে নেন লিও মেসি।

যদিও পাঁচ মিনিটের ব্যবধানে গোল তুলে নেন এমবাপে। ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই পক্ষ।

দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি স্প্যানিশ জায়ান্টরা। ৬৫ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল তুলে নেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড এমবাপে।

৭০তম মিনিটে ব্যবধার আরও বাড়ান ইতালিয়ান ফরোয়ার্ড কেন। ম্যাচ শেষে হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

আগামী ১০ মার্চ ইউরোপ সেরার এই টুর্নামেন্টের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দলদুটি। পিএসজির মাঠে কমপক্ষে ৪-০ গোলে জয় তুললে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে মেসিরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh