• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিলো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৭, ১৭:৫৯

চলতি বছর জুলাইয়ের আগে যেকোনো সময়ে ২টি-২০ খেলতে পাকিস্তানে জাতীয় দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে দেশটির নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ শেষে সেই প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি।

বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির সভাপতি জালাল ইউনুস এ খবর নিশ্চিত করেছেন।

তার বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।

সেসব সংবাদে জানা গেছে, প্রস্তাবে সাড়া না পেলেও আইসিসির মে মাসের সম্মেলনে সভার বাইরে আগের কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে পিসিবি। তবে নিজের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি নিজের সিদ্ধান্ত জানানোর পর গেলো সোমবার পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, আমরা ফের বিসিবির সঙ্গে আলোচনায় বসবো। এরই মধ্যে দু’বার বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। আমরাও সে ব্যাপারে আশাবাদী।

গেলো বৃহস্পতিবার জালাল ইউনুস বলেন, গেলো ফেব্রুয়ারিতে পিএসএল টি-২০ ফাইনালে আমরা বিসিবি নিরাপত্তা দলকে পাকিস্তানে পাঠিয়েছিলাম। তারা আমাদের সন্তোষজনক রিপোর্ট দিতে পারেনি। এ কারণেই আমরা পিছিয়ে গেছি। আইসিসিও দেশটিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। তাদের চোখেও কোনো অগ্রগতি চোখে পড়েনি।

অবশ্য পাকিস্তানকে বিকল্প প্রস্তাব দিয়েছেন বিসিবির এ কর্মকর্তা। প্রস্তাবিত টি-২০ সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হলে বাংলাদেশের খেলতে কোনো সমস্যা নেই।

এদিকে, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ পাকিস্তান সফর প্রত্যাহার করায় পিসিবির ক্ষতিপূরণ দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। একে অযৌক্তিক বলে মনে করেন জালাল ইউনুস। তবে ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জ্যাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh