• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করলেন পিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০১৭, ১৭:০৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শাহরিয়ার খান। আসছে জুনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সম্মেলনের পর বিদায় নেবেন তিনি।

লাহোরে বোর্ডসভার পর সাংবাদিকদের শাহরিয়ার খান বলেন, ব্যক্তিগত ও শারীরিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৮৩ বছরের প্রশাসনিক কর্মকর্তা বলেন, বোর্ড সদস্যদের জানিয়ে দিয়েছি, আসছে আগস্ট মাসের ১৮ তারিখ আমার মেয়াদকাল শেষ হবে। এরপর থেকে বোর্ডে কোনো পদেই আমি আর প্রতিদ্বন্দ্বিতা করছি না।

এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিসিবির সভাপতি পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহরিয়ার খান। ভারতে পাকিস্তানের সাবেক হাইকমিশনারও ছিলেন তিনি। প্রথম দফায় পিসিবির প্রধান থাকার সময় তার অধীনেই ১৪ বছর পর ২০০৪ সালে পাকিস্তান সফর করে ভারত। ২০১৪ সালে এ পদে আবারো যোগ দেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, শাহরিয়ার খানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh