• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাগ কমেছে পাপনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫২
নাজমুল হাসান পাপন

উইন্ডিজের কাছে দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে চারদিন এগিয়ে থেকেও শেষ দিনে হার মেনে নিতে পারেনি কেউ। সেই হতাশা ভুলতে ঢাকা টেস্টের দিকে তাকিয়ে ছিল সবাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান হিসেবে নাজমুল হাসান পাপনের চাওয়াটা সবার থেকে বেশি থাকাটাই স্বাভাবিক। ঢাকা টেস্টে চারদিনে টেস্ট হারের পর তো সংবাদ সম্মেলন করে কোচ, খেলোয়াড় এবং কোচকে ধুয়ে দিয়েছেন ইচ্ছে মতো।

তবে ২৪ ঘণ্টা পার না হতেই রাগ কমেছে কিছুটা। যদিও সোমবার কোভিড-১৯ ভ্যাকসিন নিতে গিয়ে আরও একবার হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি।

‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ আছে। কাল ছিলো রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা আসতে হবে।’

ঘরের মাঠে টেস্টে বরাবরের মতোই স্পিন নির্ভর দল গড়েছে এবারও। নাজমুল হাসান জানিয়েছেন, এর থেকে বের হতে হবে।

‘মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’

দুই টেস্ট দেখে পাপন হতাশ হয়েছিলেন ব্যাটসম্যানদের আচরণে। এও বলেছিলেন, ব্যাটসম্যানরা যেন ড্রেসিংরুমে ফেরার জন্য প্রতিযোগিতা দিচ্ছেন। তবে সোমবার বলেন, শট সিলেকশন, কৌশল এবং পরিকল্পনায় পরিবর্তন আনার কথা।

‘শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। কৌশল এবং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।’

করোনা ভ্যাকসিন নিজে নিলেও ক্রিকেটারদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক কী না এ নিয়ে পাপন জানিয়েছেন, ‘ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ
যে মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন পাপন
বিসিবি ছাড়ছেন পাপন!
বিসিবি থেকে সরে যাচ্ছেন পাপন
X
Fresh