logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৩
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৮

বিয়ের পিঁড়িতে বসলেন নাসির

স্ত্রী তাম্মির সঙ্গে নাসির হোসেন

জাতীয় দলের এক সময়ের নিয়মিত ক্রিকেটার নাসির হোসেন অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। নাসিরের বাড়ী রংপুর হলেও প্রেমের টানে এক হলো রংপুর-টাঙ্গাইল। কনের নাম তামিমা তাম্মি। পেশা হিসেবে বেচে নিয়েছেন কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।

নাসির হোসেন অবশ্য ২০১৯ সালের সেপ্টেম্বরেই ইংগিত দিয়ে রাখেন এই মেয়েকে বিয়ে করবেন বলে।

সে সময় ইনস্টাগ্রামে প্রেমিকা তাম্মির সঙ্গে সঙ্গে ছবি পোস্ট করলে ফলোয়ার্সদের বাজে মন্তব্যের কারণে খানিক বাদেই ছবি রিমুভ করে দেন নাসির। ওই সময় নাসির মেয়েটির পরিচয় পরিষ্কার করে না বললেও তাকেই করে নিয়েছেন জীবন সঙ্গী।

ইনস্টাগ্রামে ওই পোস্টের পর গণমাধ্যমকে নাসির বলেন, 'মেয়েটিকে আমি বিয়ে করেছি। আপনি এটিও বলতে পারেন যে, সে আমার গার্লফ্রেন্ড। আমি বলব, ‘আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।’

তার আগে ‘সুবাহ’ নামের এক মডেল বিতর্কের পর বেশ কিছুদিন বাইরে ছিলেন সব কিছুর। সম্প্রতি দুবাই টি-টেন লিগ খেলে ফিরেছেন দেশে। এরপরই সেরে ফেলেছেন শুভ কাজও।

এমআর/

RTV Drama
RTVPLUS