• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমি যা চেয়েছি সেটা হয়নি: পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ওই টেস্টে সাকিবের চোটের কারণে ছিটকে পড়াটাও হারের বড় কারণ ছিল বলে জানিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক।

চট্টগ্রাম টেস্ট হারের ব্যর্থতা নিয়ে ঢাকা ফিরে নতুন করে ভাবতে হয় সাকিবের জায়গা নিয়ে। সাকিব যেখানেই একাই দুইজন সেখানে ভাবনা চিন্তা করেই একজনকে নেয়া হবে এটাই স্বাভাবিক।

এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানের কাছে বেশ কয়েকটা নাম দেয়া হয়েছিল। যেখানে প্রথম পছন্দ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা টেস্টে বাংলাদেশ জয়ের অনেক কাছে গিয়ে হারলেও চতুর্থ ইনিংসে ব্যাট হাতে বিপর্যয় সামলাতে পারেননি মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা। যেখানে অভিজ্ঞতার ঘাটতিও ছিল। পাপন মনে করেন, এই জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদ সেরা ছিল।

‘আমাকে চারজনের নাম দেয়া হয়েছিল। যেখানে প্রথম নামটাই ছিল মাহমুদউল্লাহ, এরপর মোসাদ্দেক, শেখ মাহেদী এবং সবশেষ সৌম্য সরকার। তারা সৌম্যকেই বেচে নিলো দেখেন। আমি মাহমুদউল্লাহকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে বলেছে, ওর নাকি ব্যাক পেইন। পরে মোসাদ্দেককে কল করা হলে জানা যায় সে ঢাকায় নেই। আমরা সব চেষ্টাই করেছি কিন্তু, ওদের চয়েজ একটাই।’

ঢাকা টেস্টে দুই পেসার খেলানোর কথাও নাজমুল হাসান পাপনকে বলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নেয়াই হয়নি দুই পেসার।

‘আমাকে তো বলা হয়েছিল দুই পেসার খেলানো হবে ঢাকা টেস্টে। কিন্তু পরে দেখি নেয়াই হয়নি। আসলে কিছু তো গড়মিল আছেই।’

আরও পড়ুন: পরাজয় হতাশার হলেও রয়েছে ইতিবাচক দিক

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh