• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার শান্তর ব্যাট থেকে আসলো ১১ রান

আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১১
Najmul Hossain Shanto
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে রানের খাতা না খুলেই বিদায় নেন। ঢাকায় ফিরে প্রথম বলেই চার মেরেছিলেন। পরের বলেই আউট। দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ফিরলেন ১১ রান তুলে।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫৯ রানে বিদায় নেন সৌম্য সরকার। মাঠ ছাড়ার আগে ৩৪ বলে ১৩ রান করেন তিনি।

দ্রুত হাফসেঞ্চুরি তুলে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি তুলে নেন বাম-হাতি এই ব্যাটসম্যান। ৪৬ বলে ৫০ রানের ইনিংসটি খেলতে চারটি বাউন্ডারি হাঁকান তিনি।

দুইজনের উইকেটই আদায় করেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। নিয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে ৩১ বলে ১১ রান করা শান্ত রাকিম কর্নওয়ালের বলে সায়নে মজলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। এরপরই চা-বিরতিতে যায় দুই দল।

২১.৩ ওভার পর ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৮ রান। বাংলাদেশের প্রয়োজন আরও ১৫৩ রান।

১৮ বলে ২ রান করে ক্রিজে আছেন টাইগার দলনেতা মুমিনুল হক। তার সঙ্গে যোগ দিবেন মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ

৪০৯ ও ১১৭

বাংলাদেশ

২৯৬ ও ৭৮/৩

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh