• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খেলার মাঝে মাঠেই নামাজ আদায় করলেন রিজওয়ান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৯
Mohammad Rizwan namaz, prayer
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামাজ আদায় করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ রিজওয়ান। গেল বৃহস্পতিবার উইকেটরক্ষক ব্যাটসম্যান ৬৪ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন। ৬ উইকেটে ১৬৯ রান তুলে ছিল পাকিস্তান। লাহোরের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে প্রোটিয়ারা ১৬৬ রান তুলে। এতে তিন রানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচ সেরার পুরস্কার পান তিনি।

আরও পড়ুন : ম্যাক্সওয়েল-প্রীতির ‘ব্রেকআপ’

শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ইনিংসের পানি পান বিরতি শুরু হলে সবাই পানি পান করতে যায়। অন্যদিকে ব্যাট, গ্লাভস, হেলমেট রেখে জুতা খুলে নেন রিজওয়ান। প্যাড পরেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান তিনি।

আরও পড়ুৃন : প্রথম সেশনে বাংলাদেশ তুলেছে তিন উইকেট, উইন্ডিজদের ৫৭ রান

এই ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসেন তিনি। ডান-হাতি এই ওপেনারের ব্যাট এদিনও হেসেছে। ৪১ বলে ৫১ রানের ইনিংস উপহার দেন তিনি। ডওয়াইন প্রেটোরিয়াসের বলে আনদিলে ফেলুকায়ুর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী রিজওয়ান। ৭ উইকেটে পাকিস্তান ১৪৪ রান সংগ্রহ করে।

অন্যদিকে রিজা হ্যানড্রিকসের ৪২, পিটে ফন বিলজনের ৪২ ও ডেভিড মিলারের ২৫ রানের সুবাদে ১৬.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। ছয় উইকেটের এই জয়ে সিরিজে সমতায় ফিরল হেনরি ক্লাসেন নেতৃত্বাধীন দলটি। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্রেটোরিয়াস।

আরও পড়ুৃন : মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

রোববার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচে নামবে দলদুটি। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

ভিডিও দেখতে ক্লিক করুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
X
Fresh