• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুরুতেই বাংলাদেশের দুই উইকেটের পতন

আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫১
West Indies tour of Bangladesh
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। যদিও শুরুতেই দুই উইকেটে পতন ঘটেছে।

শুক্রবার মিরপুরে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা না খুলেই বিদায় নেন সৌম্য সরকার। শেনন গ্যাব্রিয়েলের বলে কাইল মায়ার্সের হাতে ক্যাচ দেয়ার আগে চার বল খেলেন তিনি।

অন্যদিকে তৃতীয় ওভারে ফিরে যান ২ বলে চার রান করা নাজমুল হোসেন শান্ত। এবারও উইকেটটি তুলে নেন গ্যাব্রিয়েল। শান্তর কাচটি ধরেন এনক্রুমাহ বোনার।

১০ ওভার পর্যন্ত ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৪ রান। ২৮ বলে ২৭ রান করে ক্রিজে আছেন তামিম ইকবাল। তার সঙ্গে যোগ দিয়ে ২৫ বলে ১৩ রান তুলেছেন অধিনায়ক মুমিনুল হক।

জসুয়া ডা সিলভার ৯৩, বোনারের ৯০ ও আলজারি জোসেফের ৮২ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট তুলেছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh