logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৬
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭

মেসিসহ উপস্থিত হবো, সময়-স্থান বলুন: বায়ার্ন কোচকে গার্দিওলার চ্যালেঞ্জ

pep guardiola hansi flick messi
ছবি- সংগৃহীত

২০০৯ সালে ছয়টি বড় ট্রফির সবগুলো জিতেছিল বার্সেলোনা। স্প্যানিশ দলটি কীর্তিতে ভাগ বসালো বায়ার্ন মিউনিখ। মৌসুমে বুন্দেস লিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে জার্মান দলটি।

এক যুগ আগে যার হাত ধরে প্রথম দল হিসেবে ‘সেক্সটুপেল’ তথা ছয়টি শিরোপা তুলেছিল বার্সা সেই ব্যক্তির নাম পেপ গার্দিওলা। যিনি পরবর্তীতে বায়ার্নের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার রাতে কাতারে ট্রাইগ্রেস ইউএএনএলকে ১-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এতে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলো তারা। বাবারিয়ানদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গার্দিওলা। পাশাপাশি বার্সা-বায়ার্নকে মুখোমুখি হতে চ্যালঞ্জও জানিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ বলেন, ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বিশেষ করে ষষ্ঠ শিরোপা তুলতে পারার মতো দুর্দান্ত সাফল্যের জন্য বায়ার্ন পরিবারকে অনেক শুভেচ্ছা। আমরা ও আমি গর্বিত। অভিনন্দন সবাইকে। বিশেষ করে হ্যান্সি ফ্লিককে। খেলোয়াড়, স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকেই।’

বার্সেলোনা যে বায়ার্নের পর রেকর্ড গড়লো সিটি মনে করিয়ে দিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘আমি হ্যান্সিকে জানিয়ে দিতে চাই, দ্বিতীয় দল হিসেবে ছয়টি শিরোপা জেতা হলো। আপনার আগেও আরেকটি দল এই কীর্তি গড়ে ছিল দলটির নাম বার্সেলোনা।’

১২ বছর আগে ছয়টি ট্রফি ঘরে তোলার সময় কাতালান দলটির নায়ক ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বর্তমানে বার্সার দলনেতা হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।

হ্যান্সিকে সরাসরি মাঠে নামার চ্যালেঞ্জ জানিয়ে ৫০ বছর বয়সী গার্দিওলা বলেন, ‘আমি মেসি ও তার দলকে ফোন কল করতে পারি। যাতে আমরা সপ্তম শিরোপার জন্য মুখোমুখি হতে পারি। শুধু বলতে হবে সময় ও স্থান। আমরা ওখানে উপস্থিত থাকবো।’

ওয়াই

RTV Drama
RTVPLUS