• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কেউ জেতেনি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৭, ১৭:৩২

ইমার্জিং নেশনস এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টাই হয়েছে। জয়বঞ্চিত হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে মুমিনুল বাহিনী।

বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৩ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন হারিস সোহেল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে হুসেইন তালাতের ব্যাট থেকে। এছাড়া ৩০ রান করেন হাম্মাদ আজম।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি এবং আবুল হাসান রাজু ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট। এছাড়া ১টি উইকেট যায় নাঈম হাসানের দখলে।

জবাবে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংসও শেষ হয় ২৩৩ রানেই। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৭ রান দরকার হলেও তা করতে পারেননি সাইফ উদ্দিন ও নাইম হাসান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক মুমিনুল হক। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৫৩ রান। নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান। এদিন ফ্লপ ছিলেন গেলো ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির হোসেন।

পাকিস্তানের হয়ে হুসেইন তালাত, জাফর গোহর, উসমান মীর ২টি করে এবং গুলহাম মুদাসসর ও বিলাল আসিফ নেন ১টি করে উইকেট।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh