Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২১ এপ্রিল ২০২১, ৮ বৈশাখ ১৪২৮

সাকিবের পথেই সাদমান

sadman islam shakib al hasan
সাকিব আল হাসান ও সাদমান ইসলাম || ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের প্রধান অস্ত্র সাকিব আল হাসান। চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি। এবার ওপেনার সাদমান ইসলামেরও একই দশা। বৃহস্পতিবার শুরু হতে চলা ঢাকা টেস্টে থাকছেন না তিনি।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। প্রথম ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। সুস্থ হওয়ার লড়াইয়ে বেশ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। তবে খেলার জন্য পুরোপুরি ফিট হওয়ার আগে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি মেডিক্যাল টিম।’

করোনা পরবর্তী সাদা পোশাকে খেলতে নেমে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করে টাইগাররা। সাদমান-সাকিব দুইজনই তুলে নিয়েছিলেন অর্ধশতক।

১৫৪ বলে ৫৯ রানের ইনিংস এসেছিল বাম-হাতি ওপেনার সাদমানের ব্যাট থেকে। অন্যদিকে ১৫০ বল খেলে ৬৮ রান তুলেছিলেন সাকিব।

দ্বিতীয় ইনিংসে চোটের কারণে ব্যাট হাতে নামতে পারেননি সাকিব। অন্যদিকে ৫ রানে বিদায় নেন সাদমান।

ওয়াই

RTV Drama
RTVPLUS