• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইসিসির বোলারদের সেরা দশে মিরাজ-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১৬:৩৫
ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে ওয়ানডে র‍্যাংকিং। ব্যাটিং, বোলিং ও অল রাউন্ডার র‍্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় সেরা দশে বাংলাদেশি কারো জায়গা না হলেও বোলারদের তালিকায় জায়গা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের।

উইন্ডিজের বিপক্ষে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মিরাজ ও মোস্তাফিজ। মিরাজের জন্য এবারই প্রথম সেরা দশে জায়গা হওয়া।

তিন ম্যাচ সিরিজে ২.৭০ ইকোনমিতে নেন সর্বোচ্চ ৭ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে। এই ম্যাচে মিরাজ নেন ৪ উইকেট। হালনাগাদ হওয়া তালিকায় মিরাজ ৪ নম্বরে এসেছেন ৯ ধাপ এগিয়ে।

এদিকে দীর্ঘ সময় ধরে সেরা দশের বাইরে থাকা মোস্তাফিজ শেষ হওয়া সিরিজে ৬ উইকেট নিয়েছেন ২.৯৫ ইকোনমিতে। ১১ ধাপ এগিয়ে কাটার মাস্টারের জায়গা হয়েছে আটে।

অল-রাউন্ডারের তালিকায় সাকিব আল হাসান বরাবরের মতোই এক নম্বরে আছেন। এখানে সাকিব ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। এক নম্বরে থাকা সাকিবের পয়েন্ট ৪২০ আর দুই নম্বরে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৯৪।

এমআর/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন কি
X
Fresh