• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি খেলোয়াড়দের ভালো চেনা আছে রোচের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২১, ২১:৫৪
কেমার রোচ ।।ছবি- উইন্ডিজ ক্রিকেট

বাংলাদেশকে যতবারই পেয়েছেন, ঘায়েল করার চেষ্টা করেছেন কেমার রোচ। এই চেষ্টায় সফলও হয়েছে এই ক্যারিবীয় পেসার। যদিও বাংলাদেশের মাটিতে তার সাফল্য অনেক আহামরি না।

তবে তখনকার রোচ এখন আরও পরিণত। তাই টেস্ট সিরিজ শুরু আগে হুংকার দিয়ে রাখলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। বলেছেন, টাইগার ব্যাটসম্যানদের শক্তি-দুর্বলতা তাদের জানা আছে।

‘বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে আমাদের ভালো জানা আছে। এই দলের মূল ব্যাটসম্যানরাই যা করার করে। আমাদের সব পরিকল্পনা করাই আছে। দেশের মাঠে ওরা খেলে আমরা সেটা জানি তবে আমাদের পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ’

টাইগারদের বিপক্ষে রোচ ৮ টেস্টে ১৯.৭৮ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট। স্ট্রাইক রেট ৪১.৩। যদিও বাংলাদেশে এসে খুব একটা সুবিধা করতে পারেননি, ৩ টেস্টে রয়েছে মাত্র ৪ উইকেট।

এসব কী আর ভুলে যেতে পারেন রোচ! স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের কন্ডিশনে পেসারদের কত কষ্ট করতে হয়।

‘এখানে অনেক কষ্ট করতে হয় পেসারদের। তবে ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করা গেলে সাফল্য আসবে। এতে করে ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ জানানো যাবে। এখানে নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করতে হবে। যত দ্রুত রিভার্স সুইং করা যায় তত দ্রুতই ভোগানো যাবে ব্যাটসম্যানদের।’

বাংলাদেশের কন্ডিশনে স্বাগতিক ব্যাটসম্যানদের বিপক্ষে বল করা কঠিন হলেও সেটা রপ্ত করতে বেশ আগেই এসেছে টেস্ট দল। অনেক দিন ধরে বাংলাদেশে থাকায় কন্ডিশনের সঙ্গে অনেকটা মানিয়ে নেয়াও হয়েছে বলে জানান এই পেসার।

‘টেস্ট দলে থাকা অনেকেই ওয়ানডে খেলেছে। তারা এতক্ষণে বুঝেছে কন্ডিশন সম্পর্কে। আমরাও বাইরে থেকে মানানোর চেষ্টা করেছি। যারা ওয়ানডে খেলেছে তাদের থেকে ভালো পারফর্ম আশা করছি। আশা করছি ম্যাচও জিততে পারব।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh