• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘আমাকে সবচেয়ে ঘৃণিত ফুটবলার বলা হয় সেটা জানি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৪
Jordi Alba, Barcelona, rtv online
লিওনেল মেসির সঙ্গে জরদি আলবা

‘এটা সত্য মানুষ আমাকে ফুটবলের মাধ্যমেই চেনে। তবে আমই সবচেয়ে ঘৃণিত ফুটবলার। এটা স্পষ্ট।’ সম্প্রতি এক সাক্ষাতকারে এই কথা বলেছেন বার্সেলোনার তারকা জরদি আলবা।

৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আক্রমণাত্মক ট্যাকেলের জন্য পরিচিত। কাতালানদের জার্সিতে অর্ধশতাধিক হলুদ কার্ড খাওয়ার রেকর্ড রয়েছে তার নামের সঙ্গে।

স্পেন জাতীয় দলের এই তারকা বলেন, ‘এটাই আমার খেলার কৌশল। আমাকে খেলা শেখানো হয়েছে এই কায়দাতেই। এটাই আমি। ভবিষ্যতে এমনটাই থাকবো।’

যদিও আলবার দাবি ব্যক্তি হিসেবে তিনি যথেষ্ট নম্র। ‘কাছের মানুষরা জানানে কতটা নম্র ব্যক্তিত্ব আমার। তবে খেলোয়াড়, মানুষ আর সতীর্থ আলবা সম্পূর্ণ আলাদা। আমি এটা জানি যেভাবে আমি খেলি সেটা অনেক আক্রমণাত্মক। তার জন্যই যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না তারা সবাই আমাকে ঘৃণা করে।’

ভ্যালেন্সিয়া, জিমন্যাস্টিকের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে আলবার। ২০১২ সালে যোগ দেন বার্সেলোনায়। প্রায় একযুগ ধরে বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন তিনি। নিজেদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালোই রয়েছে বলে জানিয়েছেন আলবা।

‘আমি আর লিও দুজনই নিজেদের দিকে তাকাই। তাকে বল দিলেই কিছু একটা বিপজ্জনক হবে, সেটা ভালো করেই জানা আছে। তাই চেষ্টা করি সব সময় তাকেই বল দিতে।’

ব্লাউগ্রানাদের হয়ে খেলাটা কতটা চ্যালেঞ্জিং সেই বিষয়টিও স্পষ্ট করেন আলবা।

তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীরা আমাদের চেনে বছরের পর বছর ধরে। দলের অন্যদেরও বল পাস করি। সবসময়তো নিজেদের তালমেল ঠিক থাকে না। চেষ্টা করি সুযোগ কাজে লাগাতে। বার্সার হয়ে খেলাটা খুবই কঠিন। কারণ অন্যরা ছাড় দিতে চায় না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি গোল করতে অবদান রাখায়।’

আরও পড়ুন...
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh