স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
চেলসি কোচ বরখাস্ত

প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট তালিকার ৯ নম্বরে চেলসি। রোববার দলটি এফএ কাপে লুটন টাউনকে ৩-১ গোলে হারালেও কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চাকরি বাঁচলো না। ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করেছে চেলসি।
সোমবার এক বিবৃতিতে এ খবর জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
স্ট্যামফোর্ড ব্রিজের দলটি ২০১৯ সালের জুলাইয়ে ক্লাবের সাবেক এই ইংলিশ মিডফিল্ডারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল।
ল্যাম্পার্ডের কোচিংয়ের অভিষেক মৌসুমে শীর্ষ চারে থেকে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। দলটি এফএ কাপের ফাইনালেও উঠেছিল।
অবশ্য মৌসুমের শুরুটা বেশ ভালোই করেছিল চেলসি। ডিসেম্বরের শুরুতে ছিল লিগ টেবিলের শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে তারা। সব মিলে টানা ১৭ ম্যাচ ছিল অপরাজিত।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমের খবর, ল্যাম্পার্ডের জায়গায় ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে পিএসজির সাবেক কোচ টমাস টুখেলকে।
এসএস