• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২১

মঙ্গলবার সকালের অপেক্ষা সাকিবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৫৫
সিরিজ সেরা সাকিব আল হাসান

দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে উইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। জুয়াড়ির প্রস্তাব পেয়ে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানও এই সিরিজ দিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এসেই ম্যাচ সেরা হয়েছেন প্রথম ম্যাচে, হয়েছেন সিরিজ সেরাও। তিন ম্যাচ সিরিজে ১টি অর্ধশতকসহ করেছেন ১১৩ রান, সঙ্গে নিয়েছেন ৬টি উইকেটও।

কিন্তু দুর্ভাগ্য, শেষ ম্যাচে নিজের পঞ্চম ওভার করার সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সাকিবের অবস্থা জানতে চাওয়া হলে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

‘সাকিবের কুঁচকিতে টান লেগেছে। এখনই তার সম্পর্কে বলা যাচ্ছে না। তবে আজ আর মাঠে নামতে পারবেন না সাকিব। পর্যবেক্ষণের পর বাকিটা বোঝা যাবে।‘

তবে ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন এখন পর্যন্ত ভালো নেই। আগামীকাল (মঙ্গলবার) সকালে জানা যাবে অবস্থা কি।

‘এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে না। কিন্তু আমি আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করছি’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh