• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বার্সেলোনার জয়রথ চলছেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২১, ০৯:১১
barcelona de jong PUIG, RTV ONLINE
ছবি- সংগৃহীত

লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এতে স্প্যানিশ লিগে টানা চতুর্থ জয় পেলো কাতালানরা।

রোববার প্রতিপক্ষে মাঠে একটি করে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও রিকি পুইগ।

নিষেধেজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি ছিলেন না এই ম্যাচে। তার বদলে দলের দায়িত্ব দেয়া হয় সার্জিও বুসকেটসের কাঁধে।

এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে দেখা যায়। যদিও প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে মার্টিন ব্র্যাথওয়েটের বাড়ানো বল থেকে গোল তুলে নেন ডাচ তারকা ডি ইয়ং।

অন্যদিকে একেবারে শেষ সময়ে ডি ইয়ংয়ের ক্রসে হেডের মাধ্যমে গোল তুলে নেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার রিকি পুইগ। শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলে মাঠ ছাড়ে রোনাল্দ কোম্যানের শিষ্যরা।

১৯ ম্যাচে ১১ জয়ে তৃতীয় স্থানে থাকা বার্সার মোট পয়েন্ট ৩৭। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্টে সিংহাসন দখলেই রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন :

বিমান দুর্ঘটনায় ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ব্রাজিলিয়ান ফুটবলার নিহত

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
আরটিভিতে আজ যা দেখবেন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh