• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ২১:৩২
That's why Ronaldo turned down Saudi's tempting offer
পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি আরব সরকারের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হননি পর্তুগাল তথা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদিতে মানবাধিকার একেবারেই তলানিতে বলে প্রায় ৫৪ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। বার্সেলোনার তারকা লিওনেল মেসিকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। তিনিও তা একই কারণে অগ্রাহ্য করেন।

চলতি সপ্তাহের শুরুতেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। অপরদিকে মেসিও ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন। তাদের ব্যবহার করেই সৌদি আরব সরকার পর্যটনশিল্পকে চাঙ্গা করার পরিকল্পনা করেছিল। ‘Visit Saudi’ নাম দিয়ে ইতোমধ্যেই একটি প্রচার শুরু করেছে সৌদি সরকার। তার মূল লক্ষ্যই হচ্ছে, বিদেশি পর্যটকদের দেশে নিয়ে আসা ও দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া।

মানবাধিকারের অভাব রয়েছে বলে সৌদি আরবের দীর্ঘদিনের বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্যই রোনাল্ডো, মেসির মতো তারকাদের তারা ব্যবহার করতে চাইছিল। এমনকি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নতুন করে পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরতে চায় সৌদি। কিন্তু রোনাল্ডো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা অনেকটাই ধাক্কা খেল। সূত্র: জি-নিউজ
পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
X
Fresh