• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোনও ম্যাচকে খাটো করে দেখার সুযোগ নেই: পাপন

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ১৫:৪৪
bangladesh cricket board bcb, nazmul hasan papon, rtv online
উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কোনও ম্যাচকেই খাটো করে দেখার সুযোগ নেই ‘

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আইসিসির বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের এই সিরিজে তরুণ দল পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে টাইগারদের সামনে পাত্তাই পায়নি সফরকারীরা। ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবাল নেতৃত্বাধীন দলটি। শেষ ম্যাচে কেমন হতে পারে একাদশ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। কিন্তু এমন কোনও পরিবর্তন আনতে চাই না যাতে করে কাউকে ছোট করে দেয়া হয়। এই খেলা দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু হয়েছে। দুইটা ম্যাচ জিতে আমরা বিশটা পয়েন্ট পেয়েছি। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কোনও ম্যাচকেই খাটো করে দেখার সুযোগ নেই। তাহলে ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ খেলতে আমাদের অসুবিধা হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।

বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা প্রথম থেকে প্রতিটা খেলায় গুরুত্ব দিচ্ছি। সামনে সব শক্তিশালী দলের বিপক্ষে খেলাগুলো বাইরে। দেশের মাটিতে আমরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সবাইকে হারিয়েছি। কিন্তু বিদেশে দুই একটা সিরিজ ছাড়া ভালো করতে পারিনি। সেদিক থেকে চিন্তা করলে অনেক কঠিন। প্রতিটা খেলাই গুরুত্বপূর্ণ। আমদের সবগুলো ম্যাচ জিততে হবে।’

দলের পারফরমেন্স নিয়ে মুগ্ধ ক্রিকেট বোর্ডের প্রধান এই কর্তা।

তার ভাষায়, ‘সাকিব-মিরাজরা ভালো বল করছে। বোলিং-ফিল্ডিংয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও। তামিম ধারাবাহিকতায় ফিরেছেন। সাকিবকে নিয়ে চিন্তিত ছিলাম। ফিরতে কতদিন লাগবে তার। বোঝা যাচ্ছে সময় লাগছে না তার। অনেক তাড়াতাড়ি ফিরে এসেছেন। সবাইকে নিয়েই আমি আশাবাদী।

আগে একজন চোট পেলে চিন্তিত হতাম। কে খেলবেন তার বদলে। এখন নির্বাচক, কোচ ও অধিনায়ক চিন্তায় পড়ে যায় কাকে বাদ দিবে। অনেক অপশন চলে এসেছে জাতীয় দলে। যা আমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

পার্কটির উদ্বোধন ছাড়াও এই মাঠে ডিএনসিসি বনাম বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৭২ রানে ভারতীয় দূতাবাসকে হারিয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh